হিজিবিজি পদ্য কাঁটা,
শব্দ নিয়ে জাবর কাটা।
মুন্ডু কাটা স্কন্ধ নাই
কাব্য ঘরে শান্তি ভাই।


ভবঘুরে গৃহহীন,
মহান দেশের প্রাচীন ঋণ।
চিন্তা করার কেউ তো নাই
আরাম ঘরে নিদ্রা চাই।


মাঠের ভিতর গৃহের বাসা
বুকের ভিতর কষ্ট ঠাসা।
মূক বধিরের ভাষার মেলা
জীবন নিয়ে মৃত্যু খেলা।


আম জীবনের শরীর ভারী
বিদ্যে চালায় জুড়িগাড়ী।
জমাট জত হচ্ছে ফাঁকা,
দিন ফুরোলেই সবাই একা।