সহজ পথে সহজ ভাবে সহজ কথা চাই
রূপক কথা ভুল বুঝিয়ে দ্বন্দ্ব যে বাড়াই।
সহজ মতে সহজ রূপে মানুষ ভজন করো
সোনার মানুষ আসে পাশে খুঁজে নিয়ে ধরো।
তত্ব কত ঘাটবে বলো সময় কোথা পায়?
সহজ কথা আপন হয়ে হৃদে গো সিঁধায়।
কঠিন বলে সহজ কে ভাই মুখোশে লুকোলে,
কি লাভ হবে যারে দিলে সেই যদি না পেলে?
চালক অতি, জ্ঞানের বোঝা, বন্ধ গো মন করো
সব জনাকে আপন করে সবার সাথে ঘোরো।
মানুষ সনে মিশলে পরে রসিক পাওয়া যায়,
রসিক যেজন, আসল চতুর, লালন বলে তাই।
সহজ পথের মজা অনেক, চিন্তা কেনো করো?
পথ আছে ওই সামনে খোলা,যাত্রা শুরু করো।
সহজ অতি খাঁটি গো ভাই,সহজ কথা চাই,
সহজ মানুষ ছাড়লে পরে লাভ তো কিছুই নাই।
সহজ কথার মজা ভারী,সবে বুঝতে পারে,
মনের মানুষ নিজে আসেন হৃদ্মাঝারের ঘরে।
সহজ কথা মিষ্টি ভারি,মনে প্রবেশ করে,
ভাবনা ভরা মনকে গো ভাই অতি শান্ত করে।
সহজ খুঁজে, সহজ বুঝে সহজ চলি তাই,
বিপাসনায় মুগ্ধ হয়ে ধ্যান এ বসা চায়।
চিন্তা যত মুক্তধারা আপনি বয়ে চলে,
ভক্তি পদ্ম আমি গো ভাই তাই পরেছি গলে।
মূর্খ আমি অজ্ঞানি এক বিদ্যা কিছুই নাই
লালন, কবীর তাই শুনি গো,শান্তি বড়োই পাই।
মানুষ গুরুর করতে ভজন লালন এ কহিল,
সহজ কথা, কী সুন্দর, ছন্দে বেঁধে দিল।
এসো গো ভাই সকল মিলে মানব সাধন করি
অতি সহজ,সরল অতি,গুরুর চরণ ধরি।
অশান্ত সব জীবন যত শান্ত হওয়া চাই।
দ্বন্দ্ব বিভেদ ভুলে সবে মিলন হবে তাই।
মিলবে সবাই সবার সনে এই টুকুনি আশা
বইবে বুকে মিলন বাণী মধুর হবে ভাষা।
এপার সাথে ওপার মিলন নিজের চোখে দেখা
সুরের ছন্দে মিল হয়েছে,হিংসা মরুক একা।
যেজন বলে প্রেমের বাণী,সেজন একলা কভু নয়,
সবাই যে তার বন্ধু গো তার পর তো কেহই নয়।
মানুষ প্রেমে পড়লে গো ভাই সহজ বোঝা যায়
ভজলে মানুষ গুরুর চরণ শান্তি পাওয়া যায়।
শান্তি নামুক বিশ্ব ’পরে এই কামনা করি
মিলন হবে,বিভেদ যাবে,বিশ্বাসে ভর করি।
সবার মাঝে মিলে মিশে থাকতে সবাই চায়
সহজ হলেই মিলবে সবে, এই তো গো উপায়।