মানুষ বিনে ধর্ম কানা
সোজা কথা কেউ মানে না
নিজেকে নিজে চেনে না
মক্কা কৈলাসে যে যায়।
সেবায় পাওয়া যায়
হো তাকে
সেবায় পাওয়া যায়
গো মানুষ
সেবায় পাওয়া যায়


সবার উপর মানুষ সত্য
সত্য আসল নয় গো তত্ত্ব।
বিভেদে হইওনা মত্ত
স্বরূপ চেনা দায়।
সত্যে পাওয়া যায়
গো তাকে
সেবায় পাওয়া যায়


ক্ষুদ্র সুক্ষে সে বাস করে
তিন তলাতে ঘোরে ফেরে।
হাওয়ায় তালা বাঁধিলে পরে
উপর বাগে যায়।
খুঁজলে পাওয়া যায়
সেজন
সত্যে আছে ভাই
গো মানুষ
সেবায় পাওয়া যায়।


অংশু বলে খুঁজছো যাকে
সামান্যতেই পাবে তাকে।
আগেতে চেন নিজেকে
মিথ্যার স্থান নাই।
খুঁজলে পাওয়া যায়
দয়াল
শ্বাস-নিঃশ্বাস এ যায়
গো মানব
সেবায় পাওয়া যায়।