অত্যাচারীর দরবার
হবে হবে ভেঙ্গে চুরমার।
হুঙ্কার দিয়ে একবার
গর্জে উঠবে বার বার।
দিন এসে যাবে
দাম বুঝে নেবে।
নবযৌবন যত
পথ খুঁজে নেবে।
থাকবে না পড়ে
রইবে না ঘরে।
শপথ নেবে
সুপথে যাবে।
দীন দুঃখী যত
বুকেতে ধরিবে।
চোখ খুলে যাবে
প্রেমও গান গাবে।
মানিবে না আর
তারা কভু হার।
হাতে হাত রেখে
সকলে এগোবে।
মানুষ হয়েছে এইবার
সত্য কর্ম ক্ষুরধার।
আয় আয় সখা সাথে তে গাহিবো
মানবের সাথে দীপ্ত চাহিবো।
বিশ্বাস মালা গলেতে পড়িব
সকলের সাথে সকলে মিলিব।
সময় এসেছে এইবার
সময় হয়েছে এইবার।