মাকড়সার জালের মতন ঘিরে রয়েছে তারা,
যুক্তির ঝুলঝারু নাগাল পেতে অক্ষম,
রংচটা স্মৃতির দেওয়ালে দাগ গুলো ফিকে হয়েও অমলিন
অনেকটা যেন নিকোটিনের টান।
মুখ ফিরিয়ে নিয়েছ বারবার
দাঁতে দাঁত চেপে অস্বীকার করেছ,
কলিজা উপড়ানোর যন্ত্রণা চেপে গেছো অনায়াসে
ঠোঁটের কোণে হাসিটা যেতে দাওনি।


তবু ফিরে আসে,
কর্তব্যের ভিড়ে পিষতে পিষতে যখন তুমি একা,
যখন কবিতার মাদকতা বিষ মনে হয়,
বেচেঁ থাকার দৈনন্দিন মহাযুদ্ধে যখন তুমি ভীষ্ম থেকে কর্ণ,
যখন নিশুতি রাতে চোখের কোণায় নদী,
তখন সর্পিল পথে লখিন্দরের বাসরে তার উপস্থিতি
গন্তব্য বেদনার সাহারা।