আমার একাকিত্বে তোমার বাস
নিরবতায় তোমার স্পর্শ,
চোখের পলকে তোমার নাম লেখা।
দীর্ঘশ্বাসের সাথে তোমায় ভোলার যুদ্ধ,
খুবলে খাওয়া স্মৃতিরা এসে ভিড় করে
জানান দেয়, এখনও বেঁচে আছি।
এখন হবেনা।
সময়ের ঘোড়া পঙ্গু পড়ে আছে পথের ধারে,
তার কেশরে আগুনের ফুলকি ছিল
পিঠে দায়িত্বের বোঝা হাল্কা হয়ে গেছে।
তীক্ষ্ম চিৎকারে রাত্রের আরাম খান খান
উল্টানো রথের চাকা ঘুরেই যায়।
দাবানল ঝুড়ি ঢাকা পড়ে গেছে
মরচে ধরে গেছে নতুন রংতুলিতে
বেহিসেবী জিবনে হিসেব মেলাতে গিয়ে
মুখ থুবড়ে পড়া স্বাভাবিক।