যখন তুমি একা
তখন তুমি ভাবুক,
যখন সবার মাঝে,
তখন ছোটাও কথার চাবুক,
তুমি কখনো আনমনা
চিন্তায় বিভোর,
আবার কখনো একমনে নিশ্বাস সমান্তর।
কখনো ছন্দের তালে ছুটে চলা তুমি মুক্ত বিহঙ্গ প্রাণ,
কভু স্থবির,নিশ্চল,আদি পুরাণ।
সত্যিই তুমি কবি,
তোমার তুলনা নাই,
তোমার ঘরে বাস করে কয়জন তুমি জেনেও জনোনাই।