আজ একটি কবিতা পাঠ করলাম আমাদের কবিতার আসর এ। কবিতার নাম “চাই তোমাকে পাশে”। কবির নাম স্বপন কুমার চট্টোপাধ্যায়।
সুন্দর লাগলো কবিতা টি। খুব সাধারণ ভাষাতে লেখা। কোনো রকম ভারী শব্দের জোরপূর্বক ব্যাবহার নেই। সহজ সরল ভাবে মনের ভাবকে তুলে ধরেছেন।আমি পারিনা। উনি পেরেছেন।
প্রার্থনা আছে। আছে সরল স্বীকারোক্তি। নিজের ভাব কে রূপ দিয়েছেন। সরল ভাষায় জানিয়েছেন যে যখন খারাপ সময় আসে তখন নিজেকে দিশেহারা মনে হয়। এ যেনো আমাদের সকলের মনের ভাবনা কে তুলে ধরলেন। আমাদের ও তাই হয়। নিজেকে দিশেহারা লাগে সময়ের চেপে। বুকের ভিতর, মাথার ভিতর দমবন্ধ ভাব।
দুঃখ বেদনার দিনে এই দমবন্ধ ভাবটাই কষ্ট দেয়। কষ্ট আছে, কষ্ট পাই বলেই তখন সেজনার কথা মনে আসে। মনে হ উনিই হলেন মুক্তির পথ, আমাদের সবার ত্রাণকর্তা। সে আমরা যে নামেই তাকে ডাকি।
এই দুঃখের দিনেই মনে আসে সেই সকলের সাহেব এর কথা। দুঃখের দিনে তাকে ধরেই পেরোতে চাই। তাকে বিশ্বাস করেই পেরোতে চাই।
উনি লিখেছেন “তোমার পরশ যেনো মনেতে ছুঁয়ে রয়।” এই পরশ তো আমরা সকল এই চাই। এখানেও কি সরল ভাবে আমাদের সকলের মনের কথা টি বলে দিলেন।
ছোট্ট কবিতার মধ্যেই মনের কথাটি বলে দিলেন সকলের হয়ে। সবার মনের প্রার্থনা নিজের কবিতার আঙ্গিক এ প্রকাশ করলেন। সত্যি কবিতাটি পরে মন ভালো হতে গেলো। আশা করি আগামী দিনেও এরকম কবিতা আমাদের উপহার দেবেন।