আজ বসন্ত।
এখন ফাগুনে দোল।
আজ আনন্দ,
রঙে ভেজা কলোরোল।
ফাগুনের হাওয়া আকাশে
পূর্ণ শান্তি বাতাসে।
আজ হোক অবসান
যত দ্বন্দ্ব কালিমা নিশান।


কত তো চিৎকার হলো,
কত মারলি,কত মরলো।
আজ না হয় বন্ধ থাক।
ভাই, মানুষ বাঁচুক,আধমরা প্রাণ পাক।


আমি জানি বন্ধু, তুমি ইচ্ছে করে করনি,
আমি মানি বন্ধু, তুমি জেনে বুঝে কাওকে মারোনি।
ভুল বন্ধু ভুল।
ভুল বোঝানো হয়েছে।
মন তাই বিপদে পড়েছে।
বাঘের সওয়ারী বুঝিয়েছে ভুল
তাই সে বিপথে গিয়েছে।


কিন্তু যারা মরলো তাদের কি দোষ?


জানিনা।
উত্তর জানিনা।
কি খেলা অলক্ষে বুঝিনা।
শুধু বিশ্বাস করি,
শুধু মনে মনে বিশ্বাস করি।
অন্তরের অন্তরে বিশ্বাস করি।
বিশ্বাস করি যে একদিন আসবে,
হিসাব চাইবে।
তখন সব হিসাবের দাম চুকবে।
সেদিন তুমিও যা আমিও তা
খুনিও যা সাধু ও তাই,
পাপ ও যা পুন্ন্যও তাই।
সেদিন বিচার হবে।
দেখো বন্ধু, ভালোবাসার জয় হবে।