সহস্র আলোকবর্ষ দূরের নক্ষত্রের শ্রান্ত আলোয়
স্নাত বটগাছের গা থেকে চুঁইয়ে পড়া রহস্যকে আজ
জ্যোৎস্নার কারাগারে বন্দি করে রেখেছি।


কেন জানো?


ভোরের আকাশে নিষ্ঠুর চাঁদের মৃত্যু দেখব বলে।।