বহু বছর বাদে জীবিত হয়েছি আবার
প্রত্যন্ত মরুভূমির বুকে, এই মহাদেশে -
কাঁকড়াবিছের মত
তৃষ্ণা নিয়েছি বুকে।
হয়তো কোনো থর কালাহারির মাঝে
অথবা অন্তহীন সাহারার ভিতর
প্রাণ পেয়েছি আমি; তবু
ওই যেন হৃত্স্পন্দন শোনা যায় -
কোনো এক শান্ত পিরামিডের ভিতর
তৃপ্ত সারকোফ্যাগাস যত
প্রাণ নিয়ে বেঁচে আছে, এই মহাদেশে -
মগ্ন কাঁকড়াবিছের মত; তবু
এখনও ক্লান্তি ঝরে পড়ে বাঁচার,
হেমন্তের আগুন ভরা রাতে
বিস্মৃত নক্ষত্রের মমিরা সব
সান্ত্বনা চেয়েছিল জাহ্নবী অন্ধকার হতে; পেয়েছিল
কিছু; আর যারা পায়নি সে খবর,
কাঁকড়াবিছের মত
পিরামিডের তৃষ্ণা তাদের দিয়েছে কবর।।