তারপর হাজার বছর পেরিয়ে গেছে
কাঁকড়াবিছেরা আজও জন্ম নেয়
বিশুষ্ক মরুভূমির উপর, এই মহাদেশে -
সেই কবেকার তুতানখামেন যেন
এখনো বানপ্রস্থে মেতে আছে; উচ্চ
তার দৃপ্ত পিরামিডীয় শির,
কাঁকড়াবিছের দাঁড়ার মতো।
হয়ত তারা জেগেছিল একদিন, এই মহাদেশে -
সময় স্তব্ধ করে বিষ দিয়ে
নীলনদ দিয়েছিল ভরিয়ে,
কত লক্ষ কোটি সুড়ঙ্গপথে ঘুরে
সাগরে দিয়েছিল প্রাণ;
গোধূলির নিঃশব্দ বালুময় বাতাসে যারা
কোনো আদিম
হিম রাতের স্বপ্ন দেখেছিল,
তাদের জন্ম-মৃত্যু-সত্য বাদে
আরো যা কিছু ঐতিহাসিক,
যেন কাঁকড়াবিছের মতো
মরীচিকা বিশুষ্কতায় তাদের জীবনও কাল্পনিক।