শোভনা, তুমি আজ বালির উপর
শুয়ে আছো, পাথর বুকে নিয়ে
শান্ত আইলানের মতো।
কৈ, আগে তো কাউকে দেখিনি এরকম!
ঠিক যেন মোমিনের বানানো লাল জামা পরে
বালি মেখে শুয়েছো আজ,
সমুদ্রের জল যত ছিটেছে তোমার গায়ে -
নোনা জল, স্নিগ্ধ বাতাস
লাগে; যেন মৃত মনে হয় স্নিগ্ধতায়;
কত শত চেতনা পড়ে আছে বালির কফিনে -
সবাই যেন মৃত; মৃত্যু - সেও কাগজের কালি দিয়ে
হয়েছে ছাপা...
শুধু আইলান আজ বেঁচে আছে।।


শোভনা, তুমি আজ মৃত
দশভূজে তুমি সমুদ্রের পারে বালি আঁকড়ে
শুয়ে আছো, সভ্যতা বুকে নিয়ে -
তোমার মতোই মৃত সভ্যতা, যেন
মোমিনের বানানো লাল জামা পরেই মৃত্যু হয়েছে তার,
শোভনা, তোমার আজ বালির হৃদয়, বালির হাত -
নিরস্ত্র, তবু
তুমি আজ মৃত শোভনা,
শুধু আইলান আজ বেঁচে আছে সমুদ্রের পারে।।