আমি ছিলাম পাহাড় হয়ে
জীবন ভুলানো মানুষ সেজে
সময় ঘুরানো প্রেমিক হয়ে!

আমি আসলে পাহাড় ছিলাম
এদিক সেদিক ছায়া হয়ে,
বর্ষাতে, শরতে কিংবা শীতে,
নিঃশব্দে শীতল মনকে আগলে রাখার মতো!
আমার ভিতরটা ছিল নরম, আজ নরম মাটির আবরণে ধসে পড়ার অপেক্ষায়!

আমি আসলেই পাহাড় ছিলাম
ভুলে যাওয়া যায় এমন এক দৃশ্যের মতো!