শিরোনামে :- অনুভবে তুমি নেই
কলমে :- মোঃ সুমন মিয়া
ভাবছি আজ তোমাকে নিয়ে লিখব
কিন্তু কিছুই লিখতে পাড়ছি না।
কলম ধরতেই হাত থরথর কাঁপছে
কপালে বিন্দু বিন্দু ঘাম জন্মেছে,
মনের আবেগ অনুভূতিগুলো আজ
ছন্দক্ষারে তুলে ধরতে পারছি না।
কেন এমন হচ্ছে,কেন লিখতে গিয়েও
কিছুই লিখতে পারছি না, জানি না।
এমন তো কখনো হয়নি, একটা সময়
যখন মনের আবেগ অনুভূতিগুলো
ছন্দক্ষারে কবিতায় লিখে রাখতাম,
যেগুলো পড়ে তুমি হাসতে, কারণ
তুমি জানো আমার কবিতার প্রতিটি
ছন্দে ছন্দে তুমিই জড়িয়ে থাকো।
তুমি এটাও জানো আমার লেখা সব
কবিতায় ঘুরেফিরে তোমাকেই ঘিরে।
তোমাকে ছাড়া আমার কবিতাগুলো
যে বড়ই নিষ্প্রাণ হয়ে উঠে, তবু্ কেন
তোমায় নিয়ে লিখব ভেবেও আজ
আমি কিছু লিখতে পারছি না, তবে কি
আমার অনুভবে তুমি নেই বলে কি,
আজ বার বার এমন ছন্দপতন ঘটচ্ছে।