যেন; য্যানো জন্মভূমি সেই সুন্দরী নারীটি
আমার ভেতর যাকে চুমু খাবার অতৃপ্ত বাসনা
রসনাধারী স্বদেশ আমার যেন সুস্বাদু সুনিপুণা..


স্বর্গীয় আলোর আভা পৃথিবীর জঞ্জাল ধুয়ে দিয়া যা,
ধুইয়া দে মানুষের ময়লা বিবেক।


অসভ্য নেতাদের পেটে কলেরা দিয়া যা দূষিত হাওয়া।
চাল চোর, ডাল চোর নেতাদের ঘর অন্ধকার কইরা দে।
এসব বলদ দিয়া আমরা করবোটাকি?
ওরা জমি চাষের বদলে কোপায় মানুষের কল্লা!


ও শীতোষ্ণ হাওয়া-
মানুষ রূপি ছাগুগোষ্ঠীরে কাঁপায়া দিয়া যা,
দিয়া যা ডাইরিয়া।
অরা রাজার নামে লেবাজ ধরে, দরবার নষ্ট করে
অই শুয়ারদের দোযখি পুজ, কুত্তার মুত খাওয়া।


রাষ্টীয় টেলিভিশনে আর সারকাস দেখতে চাই না।
আমি একবার
দেয়ালে বাঁশ ঝাঁড়
এঁকে
তাতে বসাতে চাই দীক্ষামন্ত্রীকে,


আমি সকল অসংলগ্ন কথার
রাষ্ট্রীয় গাধাকে থু দিতে চাই,
ওদের মুখে থু মেরে ভাসিয়ে দিতে চাই সমস্ত জঞ্জাল।


আমি একটা ফুরফুরে সকাল চাই,
শহর জুড়ে রোদ চাই চমৎকার, ভীষন উজ্জ্বলতর।


যে তার মাতৃভূমিকে ভালোবাসে; হ্যাঁ আমিই সেই
আমি বুকের ভেতর বাংলাদেশ নিয়ে ঘুরে বেড়াই।