বরং তারা পরিণতির জন্য প্রতীক্ষা করুক;
যা যথোচিত ভোগ করেছেন পূর্ববর্তীরা—
সময়ের এক ফোঁড় আসবেই সকলের।
এবং আমি বিশ্বাস স্থাপন করি
এবং নিকৃষ্টকে পরিত্যাগ করি
এবং সময়কে যথাযোগ্য সম্মান করি,
তুমি রহস্যময় আর যথেষ্ট শক্তিমান।
এই বসুন্ধরার প্রান্তরে কার অন্দরে আমার সত্তা, কোন শহরে আমার অনুভূতি—
সত্তা, কথা হোলো না।
সময়ের পরিচিত সমস্ত ছলচাতুরী।
আর তা আসবেই
অসৎ- অজ্ঞ ও অন্ধজনের ঘুম ভেঙে দিতে।
ঘুম ঠিকই ভেগে যাবে
অথচ তাদের সময় থাকবে না শোধরাবার—
যেহেতু, প্রতিদিনই আপনাদের ব্যক্তিগত সূর্য পশ্চিমাকাশে অস্তমিত হয়,
যেহেতু, প্রতিদিনই সন্ধ্যার মতো প্রাণের অন্ত হয়।
পরিণতি নিয়ে আমরা কেউ ভাবি না,
কারও হৃদয় কাঁপেনা সে ভয়ে!