আলোহীন পৃথিবীতে আলো দেখালে,
আমায় মা'গো হাসতে সেখালে...
আমি সুখ চাইনা মা'গো,
অপলক নয়নে দেখিব তোমার মুখ...
সুধু তোমারই জন্য আজ এই আমি মা..
অতুলনীয় তুমি মা নেই তোমার তুলনা...
পৃথিবীর বুকে যত ভালোবাসা আছে তা সবই তোমার কোলে...
শত দুঃখ ভূলে যাই মা সুধু তোমার মুখ দেখিলে...
যতন করিলে মা'গো আমাতে বেদনা এলে...
এই অশান্ত পৃথিবীতে শান্তি সুধুই তোমার কোলে...
মা'গো রুগ্ন আমার মহৌষধি তুমিই আমার মা..,
এভূবনে তোমার মাগো নেই কোন তুলনা...
আমার শুরু আর শেষ ভরসা তুমি আমার মা...


মা'গো তুমি হিমালয়.....
তুমি মহিয়সী.....
এ জনম কাটাতে চাই হয়ে তোমার চরণ দাসী...
চরণ যুগলে শত চুম্বন...
হেথায় আমায় যায়গা দিও...
তোমার আঁচলের ছায়ায় রেখ,
সারাটি জনম....


উৎসর্গ: মা'কে...( আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা )


-সাদা কাঁক
৫ আশ্বিন ১৪২১ বঙ্গাব্দ
20.09.2014  ইং


Note: আসলে আজ এমন একটা দুঃসাধ্য বিষয় নিয়ে লিখলাম যে আমি কি দিয়ে মায়ের বর্ণনা দিব সে ভাষা খুঁজে পাইনি । মা কে নিয়ে লিখতে গিয়ে কিছুই লিখতে পারিনা আমি।আমার আম্মুকে কতোটা ভালবাসি আমি তা প্রকাশের ভাষা হয়না। তার চরণে রইল আমার সব।
পৃথিবীর সকল মায়েদেরকে আমার সহস্র ছালাম.........