সে দিনও শীত রাত ছিল..,
তার ছোঁয়াতে আমি উষ্ণতা পেয়েছিলাম..
যেন শত বর্ষ শেষে সে রাতেই ফিরে এলাম..
আজ বড় অভাব আমাতে বিরাজমান,
পরশ উষ্ণতা কল্পনাতে-মুখ খানি ম্লান...


তুমি ছুঁয়ে ছিলে আমাকে সেদিন,
হিমেল হাওয়াতেই অনুভব-প্রখর রূদ্র দিন..
এক পরশেই আমি বারুদ-উত্তপ্ত..
টের পাইনি চারপাশের শীতলতা ছিল যত..


আজ আবার ভিখেরি দশা মোর, উষ্ণতার অভাবে..
থর থর করে কাঁপছে অন্তর, সুনিপুণার অনুভবে...
দিবা-নিশি চাই তার উষ্ণতা ..


উৎসর্গঃ নিশু ( আমার প্রখর শীতের উষ্ণতা )


:  -সাদা কাঁক(মেহেদী হাসান)
০৮ অগ্রহায়ণ ১৪২১ বঙ্গাব্দ


All Rights Resorved By Writer .