মনেহয় শত যুগের শেষেও তোমাকে দেখছিনা...,
তোমার ঐ নিল আকাশী বদন না দেখে বাঁচতে পারছিনা..
সারা বেলা জ্বালাতন তোমার স্মৃতিচারণ অন্য কিছুনা..
এভাবেই কিভাবে বাঁচিয়ে রেখেছে খোদা জানিনা...
সেই মুহূর্ত গুলো কি কখনো তোমার মনে পরে না,
তুমি আমি বলেছিলাম ওগো আমরা কোনদিন ভুলবনা..
তুমি কথা রেখেছ কিনা জানিনা..
আমি এক মূহুর্তেও তোমাকে ভুলিনা..
ভুলিনাই আমি এখনও....
অস্তিত্ব বিলীন হয় যদি আমার,তোমাকে ভুলব না..
সুনিপুণা, তোমার ঐ চোখ-ঠোট আর সে মায়াবি মুখশ্রী কখনও ভোলার নয়...
এ দৃষ্টি তোমার পথপানে হারিয়ে  যাবে যদি মরণ হয়..
মরণ হলেও আমার অস্তিত্ব সারাক্ষণ সুধু তোমাকেই খুঁজে যাবে..
খুঁজে না পেলে আমার অস্তিত্বরাও সুধু তোমার কল্পনার ভূবনে বিলীন হবে...
কল্পনার সুখ মনে হয় আমার জন্য না..
কল্পলোকেও যাতন নেই তোমার ঠিকানা...
ঠিকানা একদিন একই ছিলো দুজনার-প্রেম গগণ...
আজ কেন তুমি রবে অন্য ঠিকানায়,আমার শূন্য জীবন..
এমন জীবনের চেয়ে ভালো হয় যদিও হয় মরণ..
মৃত্যু আমাকে গ্রাশ করেনা,কষ্টেরা করেছে আমায় চির আপন...
আপন আমার তুমি ছিলে কষ্টেরা না...,
সারাবেলা তুমিই আপন থাকিও সুনিপুণা....


-সাদা কাঁক(মেহেদী হাসান)
১৭.১১.২০১৪ ইং


All Right Resorved By Writer.


(কপি করিবেন না)