শীত- রাত- চাঁদ
সবকিছু আমার আজ মহা বিষণ্ণ বিষাদে..
শীত- রাত- চাঁদ
আমায় নিয়ে যায় সেদিনের সে স্মৃতিতে..


বেদনার্ত হাহাকার কেউ দেখেনা..
আলোর ভূবন আধার-আজ পূর্ণিমা ..
সুনিপুণা মন বোঝেনা..
আজকাল আমায় ভালোবাসে না.....


সে বার শীতের ভোর বেলাতে..
স্পর্শ লেগেছিল সুনিপুনার হাতে..
তা স্মরণে আজ বিষাদে মন..
অপূর্ণতা- চাঁদ আলোকিত ক্ষণ..


শীত- রাত- চাঁদ
এই দহন স্থানে বিষাদ..
শীত- রাত- চাঁদ
ফিরিয়ে-দে সোনালী প্রভাত ..


সে পূর্ণিমায় মায়াময় প্রকৃতি দেখেছি,
হেটেছি-আর ভেবেছি তোমার ছবি..
আজ পূর্ণিমায় সুধু অশ্রু ফেলেছি,
অদৃশ্যে-আওয়াজ আমিও নিশ্ব কবি..


শীত- রাত- চাঁদ
স্মৃতিরা তোমাতে ধূসর..
শীত- রাত- চাঁদ
আজ আমার দূঃখের প্রহর...


উৎসর্গঃ Just for my heart.


-সাদা কাঁক(মেহেদী হাসান)
১৮ অগ্রহায়ণ ১৪২১ (পূর্ণিমা)


All right resorved by writer .


অনুগ্রহ অনুরোধ অনুমতি বিনা কপি করিবেননা...।