এই পৃথিবীর পান্থশালায় কারো জীবন জলময়ূরের পদ্মপাতার ঘর হয়ে যায়,
সোনা সোনা বোলে তারা করেছিলো বিচ্ছেদের পায়তারা, প্রমাণ আছে প্রাগৈতিহাসে—
ওহ— আরে, হ্যাঁ, এইভাবে আকাশ ও সমুদ্রের দূরত্বে উড়ে গ্যাছে ঐতিহাসিক মেঘ।
জল আবেগ যৌনতা নিরাস্থার কাব্যে ভাবের অভাবে ঘটায় নীল লেনদেন;
আপনি জানেন, জিব্রান তার কবিতায় বোলেছিলেন,  “And when love speaks to you believe in
it”
হ্যাঁ হ্যাঁ;— ভালোবাসা যখন কিছু বলে বিশ্বাস করুন তাকে—
আপনারা বিশ্বাস করে নিলেন ভালোবাসাকে;— বিশ্বাস করে নিলেন!
অথচ  দুদিকে কেবল কৈশোরর মিথ্যে মিথের ভয়,
কৈশোর তো পেরিয়ে গ্যাছো দুজনারই তবুও ক্যানো হয়?
যে সকল স্বপ্ন সমুদ্র ও আকাশের মাঝে দ্যাখা পাওয়া যাবে,
ও সমস্ত স্বপ্নের গল্পে আমাদের ভয়।
আমরা ভয় পাই সময়, আমরা ভয় পাই স্বপ্ন,
আপনাদের দেয়া ভয় সমূহকে আমরা স্মরণ করি,
স্মরণ করি আমাদের দেখে আসা দুঃস্বপ্ন গুলোকে,
সময় মূলত এক ভৌত সত্তা, এটা—
যথা-অযথা করে যাচ্ছে ভয়ের বেচা-কেনা,
আর আমরা ভালোবেসে যাচ্ছি ভয়কে, ভেসে যাচ্ছি সংকোচের অনাগত অজান্তে।