------------------------------------
ঘুমন্ত বাঙালি আগ্নেয়গিরির বাংলার জ্বালা মুখ,
মুখ চেপে আছে সকলে আজি বাঁধিয়া পাষানে বুক।
ঘুমন্ত বাংলার সম্পদ লুটেরা যত ধন লোভী রাক্ষস,
ভয় ভীতি দেখিয়ে বুদ্ধি জীবীদের রেখেছে করে যে বশ।
অর্থের লোভে যাহারা আজি হয়ে আছে মোসাহেব,
লুট তরাজের দায় ভার তাহারা কেমনে এরিয়ে যাবে।
লোভ লালসায় বুদ্ধি মানেরা হয়ে আছেন বুদ্ধি নাস,
সময় এলেই তাহাদের গলেতে পরিবে আগেরে ফাঁস।
আজিকের নেতা ওগা বগা ঠগারা দেশের কর্নধার,
লুটপাটে ওরা পেশাদার ডাকুদের মানিয়েছে যে হার।
নেশার ঘোরে ডুবে থাকা ঘুম যদি ভাঙ্গে বাংলার,
ষোল কোটি বাঙালিরে দাবায়ে রাখিবে সাধ আছে ওরে কার।
দাস করে রেখে হলে কোটিপতি মুল্য আছে কি তোর,
সর্বকালের সর্ব সেরা তোরাইতো হবি গাজা খোর।
ভাই হয়ে ভাইয়ের বুকেত আঘাত করলি যে বারে বারে,
বিপদআপদে সাহায়্য করিতে কেহয় থাকবে না পাশ্বে ওরে।
সময় বলিবে সময়ের কথা জাগিবে ব্যথা গায়,
বিপদে পরিলে কোন জালেম পায়না কোথায়ও ঠায়।
বাঙালি জাতি যে প্রতিশোধ প্রিয় জানে তা বিশ্ববাসী,
এরাই রক্ষক এরাই ভক্ষক বাঙালির চরিতে আছে রাশি রাশি।
যখন দেখিবে গোলাভরা ধান মেটেন তবুও ক্ষুধা,
আগ্নেয়গিরির লাভা উৎগিরনে বাঁচা নয়তো ওরে সোজা।


"""""""""""""""""""""""""""""""""
১০ জুলাই ২০১৮