<<<<<<< ৩০-০১-২০১৮ >>>>>>


আমাদের সময় আমরা যখন,
খেলেছি নানান খেলা;
সেই বয়সেই আজিকার শিশুরা,
যায় যে পাঠশালা।


যেই বয়সে আমরা শিখেছি,
নৈতিকতার পাঠ ;
সেই বয়সের আজিকার শিশুরা,
শিখিতেছে নানান আট।


যেই বয়সে আমরা ছিলাম,
মা বাবার কাছা কাছি ;
সেই বয়সেই আজকের শিশুরা,
হইতেছে পরবাসী।


যেই বয়সে আমরা সকলে,
কাটিয়াছি সাঁতার ঝিলে;
সেই বয়সেই আজকের শিশুরা,
কর্ম করিতেছে যে মিলে।


আমাদের সময় আমরা যখন,
বিছানাতে দিয়েছি ঘুম;
সেই বয়সের আজিকার শিশুরা,
করিতেছে যে পরিশ্রম।


যেই বয়সে আমরা নিয়েছি,
উচ্চ শিক্ষা গ্রহন ;
সেই বয়সেই আজকের যুবকেরা,
আড্ডা মারে সারাক্ষন।


যেই বয়সে আমরা দিয়েছি,
ধর্মে কর্মে মন;
সেই বয়সেই আজিকার মানুষ,
নেশাতে ডুবে থাকে সারাক্ষন।
------------------------------------
বিঃ দ্রঃ- এডিটিং ছাড়াই পোষ্ট করা হলো।