আতঙ্ক আজ চারিদিকে,
ঘটছে আজব ঘটনা;
কিছু তাহার সত্য যেন,
আবার কিছু আছে রটনা।


সবার মাঝে আতঙ্ক যে,
কাজতো করে সারাক্ষণ;
কখন কে যে পড়ছে ধরা,
জানেনা তো বিলক্ষণ।


বলছি ওরে এই ভাবে আর,
চলবে যে দেশ কত দিন;
ওদের আবার আসলে সু-দিন,
সে দিন কি আর রাখবে ঋৃন।


ক্ষমতাটা বেজায় মিঠা,
ছারতে কেহ নাহি চায়;
এমনি ভাবে দেশটা বুঝি,
অবশেষে গোল্লায় যায়।


এই ভাবে আর ভয়ে ভয়ে
থাকবে মানুষ কত দিন;
কোথায় ওরে দামাল ছেলে,
শোধ করে যা মায়ের ঋৃন।


মন যাহা চায় তাহাই করে
পুরনো ইতিহাস গিয়ে ভুলে
ভাবে নাতো ছিটকে গেলে,
পরবে তারা কোন ম্যানহলে।


মানুষ মেরে যে ফুর্তি করে,
তারাই আবার শাসন করে;
শাসন করা তারই সাজ্জে,
সোহাগ করেন যে।


"""""""""""""""""''"'"''""""'"""""""
রচনাকাল-১০ ফেব্রুয়ারী ২০১৮
            ২৮ মাঘ ১৪২৪ বাং