~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মাগো তোমার মুখের ভাষা
রাখতে চিরকালই,
রক্ত দিল রফিক সালাম
বরকতেরা ঢালি।


সে দিন থেকে যাত্রা শুরু
শপথ অভিযান,
বললে ডেকে ওরে তোরা;
স্বাধীনতা আন।


ছুটলো যে তাই সবাই তেড়ে
স্বাধীনতার আনতে কেড়ে,
তোমার তরে বিলিয়ে দিল
লক্ষ তাজা প্রাণ।


সবার আশা স্বাধীনতা
শুনবো না আর কারো কথা,
হায়েনাদের তারিয়ে সেদিন
রাখল জাতীর মান।


বাহান্নতে ডাক যে দিলে
একাত্তরে যুদ্ধ শেষে,
দেশ গরিব সেই আশাতে
দেহে নতুন প্রাণ।


মনে আশা বাঁধব বাসা
বাংলা মায়ের বুকে,
ভাই বোনেরা সবাই মিলে
থাকব সুখে দুঃখে।


দিনের শেষে ক্লান্ত দেহে
ফিরবো যখন ঘরে,
সুখ যে দিবে প্রিয়তমা
ক্লান্তি যাবে সরে।


কিন্ত মাগো হলো একি
চারিদিকে কিসের কলতান,
রাত্রি শেষে জেগে দেখি
যায়তো জাতীর মান।


তাকিয়ে দেখি তোমার বুকে
হানছে আঘাত কাঁদছো ধুকে,
সন্ত্রাসী আর জঙ্গি যেন
হানছে আঘাত ঘন ঘন।


তাই তো এবার শপথ নিয়ে
হানবো আঘাত একযে হয়ে,
আবার মোরা ফিরবো ঘরে
বিজয় নিয়ে যুগে যুগে।