তুমি ছিলে বাবার মাথায়,
এলে মায়ের গর্ভে ;
দশ মাস দশ দিন পরে,
আসলে তুমি ভবে।
শিশু হয়ে জীবন শুরু,
করলে পৃথিবীতে ;
সকল কর্ম চলল তোমার,
বাব মায়ের সাথে।
মাটি যখন ছুলো তোমার,
ছোট দুটি পা ;
তখন থেকেই মা বাবা যে,
দিচ্ছে পাহারা।
যখন থেকে করলে তুমি,
ছোটা ছুটি শুরু;
তখন থেকেই বাবা মা'র মন,
করতো উরু উরু।
যখন থেকে পাঠশালাতে,
করলে যাওয়া শুরু ;
তখন থেকেই মা যে হলো,
তোমার প্রথম গুরু।
বাবা তোমার মাথার ছাতা,
হয়ে অবিরত;
দিয়ে চলল পাহারা তোমার,
আপদ বিপদ যত।
এমনি ভাবে যে দিন তুমি
ছাড়লে কিশোর পনা,
চিন্তা তাদের বেরে গেল
তুমি তো জানলে না।
যৌবনেতে পা যে রেখে,
শিক্ষা করে শেষ;
চাকরী খোজ হেথায় সেথায়,
ঘুরে বেড়াও দেশ।
তোমার সুখে ছিল সুখি,
তোমার দুঃখেই দুঃখি,
সেই বাবা মা'রে তুমি
দিওনাকো ফাঁকি।
বাবা মাকে দুঃখ দিলে,
খোদার আরস যায় যে কেঁপে ;
তাই তো বলি ওরে ছেলে,
মা বাবাকে যাসনে ছেরে।
জীবন শেষের আগেও থেকো,
বাবা মায়ের পায়।
-------------------------+---------
রচনাকালঃ-২৮ জানুয়ারি ২০১৮ইং
               থানা রোড, হাতীবান্ধা।