*************************
সাম্যতা হোক সকলের কাম্য সমতায় হোক ধর্ম,
করবো না কাহারো মতের অবজ্ঞা, দেখাব  শ্রদ্ধা,
নয় কোন ভীরুতা যদি চাও তুমি সফলতা,
এসো তবে সাম্যের গান গাই হই সবে পরোপকারী।


সমধিকার হবে না সেই দিন আর চাহিবার,
অন্তর্দশন দিয়ে আমরা সবাই যাব এগিয়ে;
অনুজ্ঞা পালনে ব্রত হোব সবে অনুক্ষন,
অনীশ্বরকে পরিত্যাগ করে ত্যাগিবে অনৃত সকলে।


এসো সাম্যতা আর সমতার গান গাই,
করি প্রতিজ্ঞা সকলেই হব পরোপকরী;
শান্তির কথাই আনবে এদেশের সমতা,
সে ভাবনা আজ সকলেই শক্ত করিয়া প্রচার করি।


অবশীভূক্ত আছে যত লোকালয় কর অভ্যূথান,
অক্ষুন্য রাখিব এসো সবে এই বাংলার মান।
অভীক মানুষ পশু অভ্যূপেত হলে করি পরিত্যাগ,
অপ্রবাসী হউক আজি অবনির সমৃদ্ধ সেরা।


এসো মিলে মিসে গড়ে তুলি এদেশে সাম্যতা,
তবেই তো আসবে আমাদের সফলতা।


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
রচনাকাল-২৫/০২/২০১৮
                       ১৩ ফাল্গুন১৪২৪
শব্দার্থ
সাম্যতা, (সমতা)- সমান অধিকার,
অবজ্ঞা- উপেক্ষা, বা ঘৃনা
অন্তর্দশন- স্বীয় মন বা চিন্তার পরীক্ষা
অনুজ্ঞা - আদেশ, /অনুক্ষন- সর্বদা
অনীশ্বর- ঈশ্বরহীন, অনৃত- অসত্য
অবশীভূক্ত-বশ মানেনা,
অভ্যূথান- বিদ্রোহ, অক্ষুন্য- সম্মান
অভীক- কামুক, লোভী,
অভ্যূপেত- স্বীকৃত
অপ্রবাসী- স্বদেশীয়, অবনি- পৃথিবী