~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


সময়টা যে এখন আমার যাচ্ছে নাতো ভালো,
উষার দুয়ারের মেঘটা যে আজ দেখাচ্ছে যে কালো;
হঠাৎ হঠাৎ ধরনীতে উঠছে বাতাস ঘুরে,
স্মৃতির ব্যথ্যায় মনটা আমার খাচ্ছে কুরে  কুরে।


কোথায় গেলে পাব তারে কোন সে দুনিয়া,
হারিয়ে যাওয়ার তারিখ টাতো রাখছি গুনিয়া।
সে দিনের সেই মধুর স্মৃতি ভুলতে কি আর পাড়ি,
আজও আমি বেঁচে আছি শুধু হয়ে তারি।


সে দিন তারে রাখতে ধরে পারিনি তো আমি,
তারে ছাড়া কেমন আছি যানে অন্তর্যামি।
কথা ছিল সুখে দুঃখে থাকব পাশা পাশি
সে সব কথা আজকে যেন হয়ে গেছে বাসি।


ভুল না বুঝে ওগো প্রিয়া ক্ষমা কর মোরে,
জীবন থেকে যাব সরে মুক্ত তোমায় করে।
দিচ্ছি কথা লুকিয়ে ব্যথা যাব অনেক দুরে,
যেখান থেকে আর কখনও কেও আসে না ফিরে।


***********************
রচনাকাল-১৭/১১/১৯৯৮