হৃদয় মন্দিরে প্রতিমা যে তুমি
পূজ্যতম প্রতিদিন,
ভাবনার অতল গহীনে সর্বদা, 
কেমনে শোধিব তোর ঋন।


জন্ম জন্মান্তর থাকতে সাথে,
দু'জনে বাধিয়াছি অন্তর।
মনতো একটাই, হয়ে দু'টি দেহ
রব ছাড়া জানে নাতো কেহ।


স্বর্গীয় সব সুখে ভাসিয়ে যে ভেলা
খেলছো যে গৃহে মাখেখেলা।
কি করে ছেড়ে দিবে, সেই দিন তুমি
যখন ফুরাবে যে মোরবেলা।


অভাবে সাহস দিয়েছো তুমি,
শক্তি যুগিয়েছো ভয়ে,
হৃদয় মন্দিরে থেকে ওগো প্রিয়
ছবি মোর যায় নাকো ক্ষয়ে।


যদি হই গায়ক আমি, তুমি হও সুর
আমার জীবনে শুধু তুমি কোহিনূর।


রচনা;-
১২/০৯/২০২০, ১৩;১০ am


++++++++++++++++++++++


             "Kohinoor"


                 S M Altaf Hossain Sumon


The idol in the temple of the heart is you
Most revered every day,
Always in the abyss of thought,
How to pay off your debt.


With birth and rebirth,
The two of us are bound apart.
There is only one mind, two bodies
No one knows except Rob.


The raft that floats in all the heavenly bliss
  Playing at home.
How will you leave, that day you
Morbela that will run out.


You have given courage for lack of,
You have given strength to fear,
Ogo dear from the heart temple
My picture is eroding.


If I am the singer, you are the melody
You are the only Kohinoor in my life.


Composition; -
12/09/2020, 13; 10 am