-------------------------------        
              কোটা প্রসঙ্গ


কোটা কোটা করে দেয় সবে খোটা
অধিকার টুকু দেয় নাতো কোন বেটা।


অপরাধ কি আমাদের আমি বাঙালি
নাকি বাংলাদেশী বলেন তো কোনটা।


দেশটাকি কারো বাব দাদার নাকি জনতার,
দেশের মেধাবীরা পায়না কেন কোন অধিকার।


ভালো যদি চান অধিকারটা তাদের দেন,
নয়তো করে ছাড়বে এবার তারা হেন তেন।


মেধাবীদের মুল্যটা দেবে বলো কোন বেটা,
না পারলে ছেড়ে দেন তবে আজ ঐ গদি।


গালাগাল যত আছে দেবে সব ঝেড়ে,
তাদের অধিকারটা কেন নিবেন কেরে।


***********************
০৯ এপ্রিল ২০১৮
২৬ চৈত্র ১৪২৪
-----------------------------------
        
            কোটা পদ্ধতি সংস্কার


কোটা সংস্কারের সমাধান আজ কোন পথে হবে,
আন্দোলন আস্তে আস্তে সারাদেশেতে ছড়াবে।
সরকারী চাকুরীর ক্ষেত্রে কোটা পদ্ধতির সংস্কারে,  
ছাত্র ছাত্রীরা চলেছে আন্দোলন করে।


নতুন করে তারা আবার দিয়েছে ঘোষনা,
সংস্কার না হলে আমরা কেহ ঘরে আর ফিরবনা।
ব্যাব, পুলিশ বিজিবি কে নামান যদি পথে,
আন্দোলন বেড়ে যাবে তারই সাথে সাথে।


ছাত্র ছাত্রীদের ঐকো মনোবল আর সাহসিকতা
বাহান্ন থেকে একাত্তর সব আন্দোলনেই পায় সফলতা।
এদেশের আন্দোলনে  ছাত্র ছাত্রীদের থাকে বড় ভুমিকা
সব কিছুর বিচারে তারা হবে নাতো পিছু পা।


কোন মন্ত্রী, সচিব, আমলাদের দেয়া কোন আশ্বাসে,
সরে তারা দাঁড়াবে না এই আন্দোলন ছেড়ে।
দাবী তাদের সরাসরি যদি দেন ঘোষনা,
দেশরত্ন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিন।


************************
১১ এপ্রিল ২০১৮
২৮ চৈত্র ১৪২৪