প্রতিদিন শুধু লাসের মিছিলে
হয়েই চলেছে বাতাস ভারি।
পাহাড়ী ঢলের বন্যার মতন,
বেড়েছে দুর্ঘটনার ছড়া ছড়ি।


প্রতিদিন শুধু ঝড়ছে তাজা প্রাণ
নেই যেন তার কোন প্রতিকার।
দুর্ঘটনায় পরে মরে যদি মানুষ
ভাবটা যেন ক্ষতি কার।


এমনি ভাবে সড়ক মহাসড়কে
ঝড়বে ওরে আর কত প্রাণ।
বাড়ি থেকে বেরই জীবিত মানুষ
ফিরে আসে হয়ে নিথর্ প্রাণ।


স্রোতের মতই চলছে যে মিছিল
থামছে নাতো কখনও।
প্রতি দিন বেড়েই চলেছে
মৃত্য মানুষের শুধু লাসের ভির।


যন্ত্র দাননের চাকায় পিষ্ট হচ্ছে যে
শিশুর কমল শরীর।
মিছিলের কাতারে এক এক করে,
বেড়েই চলেছে লাসের ভির।


২৫/০৬/১৮