আমার মায়ের মুখের ভাষা কারতে যারা চায়-
বাঁচতে তাদের দেব না মা এই না দুনিয়ায়।
তোমার দুধের ঋৃন শোধিতে হয় যদি মা আবার মরতে-
মরব সবার আগে মাগো নেইতো কোন ভয়।


সবার আগে সকাল সাঁঝে, করি বন্ধনা-
মাগো তোমার সন্মান মোরা নষ্ট করব না।
তোমার তরে মরব মাগো করব নাতো ভয়-
জয় এনে মা ঢেলে দিবো তোমার দুইটি পায়।


মাগো তোমার কাঁন্না মোরা দেখতে নাহি চাই-
আজও আমার জেগে আছে মা ষোল কোটি ভাই।
তুমি মোদের গর্ভ মাগো, তুমি মোদের আশা-
তোমার বুকেই বাঁধবো মাগো, শান্তি সুখের বাসা।


ভিন দেশী ওই বর্গিরা মা, আবার যদি আসে কভু-
হতে মাগো পারবে নাতো, আর কোন দিন মোদের প্রভু।
ভাষা অমলিন রাখব ততো দিন-
থাকবে বেঁচে সন্তানেরা তোমার যত দিন।


======================
রচনা কাল -২৯ শে পৌষ ১৪২৪
             -১২ জানুয়ারী ২০১৮
  শুক্রবার রাত-১২ টা ২০ মিনিট