************************
শিক্ষা দীক্ষায় আমরা আজও পিছিয়ে,
শুধু মুখে আমাদের বড় বড় বুলি;
আমরা পারি শুধু সমালোচনা করতে,
শুধু পারিনা ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে।


আমাদের মাঝে তরুন যুবক বৃদ্ধা  বৃদ্ধ  সকলি,
তোমার কথাই সর্বক্ষণ  করছে যে বলা বলি,
তোমার আজ্ঞা মেনে চলি যে আমরা সকলি-
তবু আমাদের মানুষ করনি করেছ যে বাঙালি।


আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলি,
আমরা শিক্ষিত জাতি হিসেবে দিতে পরিচয়;
ফেল করাই না কোন শিক্ষার্থীকে কোন পরীক্ষায়,
তবুও আমাদের মানুষ করনি করছো শুধু বাঙালি।


বঙ্গদেশের উন্নয়ন ঘটেছে  উন্নতি হয়েছে আমাদের,
সারা বিশ্ব আমাদের আজ জানে ও চিনে ;
তবু আজও আমরা আলী বাবা নামে পরিচিত,
বল মাগো আমরা কি মানুষ নাকি বাঙালি।


----------------------------
১৭/০৬/১৬