হৃদয়ে মোর জমানো যত ফুল ঘ্রাণে,
যে ব্যথার বাঁশির সুর বাজে মোর প্রানে।
মন হৃদয় উদাসী আজ শুধু তার তরে,
চলিয়া সে যায় তবু অবহেলা করে।


ঝড়িছে আঁখিজল মম দাহ্য করি,
বাঁচিবার আশা প্রানেতে তবু নিত্যভরি।
আপন দোষে যতই সহি তব অপমান,
তবুও ব্যাকুল এ মন চাহে তারি সন্মান।


এমনি বিষাদে ভাসি আজীবন ভরে,
বৃথা মোর সময় পার কেন তার তরে?
ভুল করে ক্ষমা পাই, মন মানে না,
জীবনে সত্যতা কি? মন তো জানে না।


এমনি কি বারে বারে যাব তার দাড়ে,
অবুঝ মন যে মোর, শুধু কাদে তার তরে।
এমনি উদাসী সখার হব কেন স্বামী,
ব্যথা মোর লুকানো থাক, জানুক অন্তর্যামী।


======================
রচনাকাল-১১ জানুয়ারি ১৯৯৯ইং
             কমার্স কলেজ, পাবনা।