সুদ আর ঘুষ খোরে ভরে গেছে দেশটা
আজ তাই প্রতিবাদের করছি যে চেষ্টা।
যুবক আর তরুনেরা অপরাধে জড়িয়ে
মদ আর চোয়ানিতে মেটায় যে তৃষ্টা।


কিশোর কিশোরীরা গেং বেধে চলছে,
থানা পুলিশ আদালতে মিছে কথা বলছে।
কেউ আজ চায়নারে ভাল কিছু করতে,
পুলিশ তবু পারে নাতো ওদেরকে ধরতে।


পাঠশালার শিক্ষায় ভাল কিছু নেই আজ,
তাই এই শিক্ষাটা নিয়ে কি আর হবে কাজ-
জ্ঞানী গুনী সুধিজনে পায় নাতো কোন দাম।
এ জাতীর জন্যে কৃষক, তবু ফেলে শুধু ঘাম।


সন্ত্রাস আর দূর্নীতি করে হবে যে বন্ধ
আবেগের বশে মোরা হয়ে আছি অন্ধ।
দেশপ্রেমী নেই ওরে হারিয়েছে কোথায় সে,
নৈত্তিক ( ধর্মীয়) শিক্ষাটা আজ আর নেয় কে?


এলোমেলো চলছে যে, আজ পুরো দেশটায়
মানুষ তাই মরছে যে গাড়ী ঘোড়ার পিষ্টায়।
স্বার্থে টানে হায়, আজ সকলেই অন্ধ-
তাইতো আজ চলছে যে দেশটাতে দন্দ।


এ ভাবেই চলে যদি আমাদের দেশটা
বিশ্বের সব জাতী দিবে শুধু ধিক্কার।
হ য ব র লতে ভরে লেখনির পাতাটা
তাই বলি শোন সবে সব দোষ শিক্ষার।


নিশাচর আমি আজ চায় কিছু বলতে,
তবু আমি লেখনীতে পারি নাতো লেখতে।


রচনা-
০৯/০৯/২০২০, মঙ্গলবার
রাত ১৪, ১৬ মিঃ


++++++++++++++++++++++


         Moral education
                 S M Altaf Hossain Sumon


  The country is full of interest and bribes
  Today I am protesting so try that.
  Young men and women are involved in crime
  The thirst that is quenched by wine and chewing gum.


  Adolescents gang up,
  Police are lying in court.
  Someone to do something good in China today,
  So the police can catch them.


  There is nothing better in school education today,
  So what else can be done with that education-
  The wise man gets no price in Sudhijan.
  For this nation, the farmer still leaves only sweat.


  Stop that terrorism and corruption
  I am blinded by emotions.
  There is no patriot where he lost
  Who takes moral education today?


  It is random in the whole country today
  People are dying because the car is on horseback.
  Alas, everyone is blind today.
  That is why it is going on in that country today.


  If our country goes this way
  All the nations of the world will give only contempt.
  Fill in the blanks
  So listen to me, barely teaching all the faults.


  Nocturnal I want to say something today,
  Yet I can write in writing.


  Essay-
  09/09/2020, Tuesday
  14:16 p.m.