************************
চল রোহিঙ্গা তরুন যুবক হে-
জোর কদমে চলরে চল-
মাতৃ ভুমির ঋন শুধিতে সময় এসেছে এবার চল-
বিভিষিকা ময়ী মৃত্যুরে দেখেও,
উদ্ধে তুলিয়া রাখিস শির!
নব বসুধায় নব অভিয়ানে বিজয় আনিতে চলরে বীর।
মিলিয়ে কাদে কাদ, হাতে হাত রেখে
শপথ নিয়ে সবে চলরে চল-
বিজয় এনে বিশ্বজন যানুক একতাই আমাদের সবার বল।
কোথায় তোমরা সহদর মোদের
সাজনা তোমরা রন সাজ্জ,
ডাকছে দেখ প্রিয়সখী তোর, কাঁদিয়া ফিরছে তোমারি মা;
তোরাও নবীন তেজদীপ্ত তরুন'
শত বিপদেও পিছু পা হওনা শুষিও উহাদের খুন!
তোমাদের ভুমিতে বসতি ভেঙ্গে তারাতে চায় ওই মগ জাতি,
হাতিয়ার হাতে সামনে চলরে নিভাতে তাদের জীবন বাতি-
প্রান চঞ্চন তরুন যুবক রোহিঙ্গার সকলেই কর্ম বীর-
মানবতার প্রতীক হয়ে আজ তোরা উদ্ধে রাখিও সবার শির।
নিশ্চিত জান বিজয়োৎসব হবে তোমাদের কোন একদিন,
নিজেদের তোমরা শাসন করিবি নিজ ভুমির স্বাধিন দেশ,
চলরে সকলে চল জোরে চল-
অগ্র পথিকের তরুন দল;
জোর কদমে সম্মুখে আজ দিধা দন্ধ ফেলে রেখে চল।।
ইতিহাস গড় নিজেদের তোমরা দেখিয়ে দেয় বিশ্বকে,
দীক্ষা দামের সোনা গৌরব,
তোমাদেরও যেন থাকেরে সব।
কোরান ও হাদিসে জীবন গড়িতে ন্যায়ের পথ ধরে তোরা চল-
প্রান উচ্ছল ওহে সেবাদল,
নব যুগের তোরা বাজান মাদল-
বীর সেনানী চল ছিনে আনি হয়ে রোহিঙ্গা জাতীয় বল-
জোর কদমে চলরে চল।


চলবে-