*************************
নব অভিযানে ছুটে চলরে চল
পাহাড় পর্বত নদ নদী গিরি পথ এগিয়ে চল ফেলে পদ তলে,
বন্ধুর পথ হউক না যতই বিজয় আনিতে হবে।
প্রলয়ংকারী হয়ে তছনছ করে মারিবি পায়েতে পিসিয়া,
মৃত্যু বিজেতা সাহসী বুকে চল এগিয়ে
অজানা পথের নবীন দল?  
চলরে চলরে এগিয়ে চল।
জোর কদমে সব কিছু ভেঙ্গে,
সামনে এগিয়ে চলরে চল।
নীর ভাঙ্গিয়া তারায়েছে তোরে-
কারিয়া নিয়াছে মুখের গ্রাস
হয়ে উঠ তাদেরি তরে তোরা বজ্রত্রাস,
অবুঝ শিশুরে মারিল পুরিয়া,
প্রতিশোধ নেনা তার রক্তের।
ধর্ষিত হইল কতযে মা বোন,কত যে বাড়ী ঘর জ্বালায়ে-
পাষন্ড বর্গির দল- চল সেনা দল
চলরে চল।
আল রোহিঙ্গা  স্বাধীনতার তরে চল-
তোরাও মানুষ তোদেরও আছে যে বাঁচিবার অধিকার
ছিনিয়ে নেয় প্রাণ এমনি সাহস তারা কোথা পেল বল-
জাতিগত নিধনের শিকার হয়ে ওরে
নিশ্চিহ্ন হবি কেন বল।
সময় এসেছে হানিতে আঘাত ওরে
বিবেকী বিশ্বববাসী আজ তোর সাথে
অবনীর সকল মানবতাবাদী মাননাধিকারী মানুষের দল
সমর সাথী ওরা আজ নেইতো, ভয়
ওরে সামনে এগিয়ে চল।
উল্মাদ সাজে চলরে সকলে
মুক্ত করিতে বংশ ধর,
আপোস হীন ভাবে অশ্রু মুচে সামনে এগিয়ে কঠো হস্তে দমন কর।
ভাই ও বোনের রক্তের ঋন শোধিতে হবে আজকে চল-
ছিনিয়ে আনিস স্বাধীনতা তোরা,
ধারিয়া বাহুতে তেজষী বল।
শত বিপদেরগন্ধ ভুলিয়া আল্লাহ'র হুকুম মানিয়া চল-
বিজয় আসিবে ছুটে তোর পানে জোর কদমে চলরে চল।


&&
১৭ জুন ২০১৭, ০৩ আষাঢ় ১৪২৪
শনিবার, মিরপুর,  ঢাকা।