তিস্তা নদীর চরে যদি,
তোমরা কেহ যাও।
সেথায় তুমি দেখতে পাবে
ছোট ছোট গাও।


বন্যা এলে ভাঙ্গে সেথায়
তাদের বসত ঘর।
তিস্তা নদী তাইতো আজও
তাদের কাছে পর।


তিস্তা নদীর দুই ধারে তাই
ধু-ধু বালু চর।
হেথায় সেথায় পরে আছে
তাদের ভাঙ্গা ঘর।


তিস্তা নদী চরে যে তাই
উঠছে নাতো গড়ে,
প্রতি বছর বন্যা এলেই
যায় যে ফসল মরে।


রচনা
১১/০৭/ ২০১৭
হাতীবান্ধা, লালমনিরহাট।


@@@@@@@@@@@@@@@@@


On the banks of the river Teesta


                 S M Altaf Hossain Sumon


If on the banks of the river Teesta,
You guys go.
There you will see,
Sing small.


When the flood breaks,
Their home.
The river Teesta is still there today,
After them.


So on both sides of the river Teesta,
Dhu-dhu sand char.
Hetha is there later,
Their broken house.


That's why the river Teesta,
Nato is rising,
Every year there is a flood,
The crop dies.


Composition;-
11/07/2018
Hatibandha, Lalmonirhat.