"কল্পনার কথা"


আন্ধ আমি, বধির আমি
চলতে পারিনা,
প্রেম পীরিতি ভালোবাসা
আমি জানিনা।
তবুও মন চায় যে যেতে,
কোন সে অচিনপুরে;
হৃদয় আমার এক যে শকুন,
খাচ্ছে কুড়ে কুড়ে।


কোথায় গেলে পাব তারে
কোন সে দুনিয়া,
যাহার ছবি মনের মাঝে
রাখছি বুনিয়া।
অন্ধ জনে শুধুই যানে,
কেমন দেখায় ভুবন,
তাইতো ওরা সংগোপনে
শুধুই দেখে স্বপন।
কল্পনাতে দেখেই তারে
বেসেছে যে ভালো,
আমিই শুধু জানি সে মোর
দু'নয়নের আলো।


======================
রচনাকাল- ১৪/০২/১৯৯৮