************************
প্রমত্ত পদ্মা ভাঙ্গনের খেলা তুই
খেলবি কত আর বল,
কত আর কাদাবি দুঃখি জনেরে
তোর চরে যাদের ঘর।


জেলে ও মাঝিদের জীবন জীবিকার
উৎসহ যে তুই নিজে,
খাদ্য বস্তু বাসস্থানের তরে তাহারা
তাইতো দিবা নিশি পুজে।


কৃষকের হাসি কখনও যে কান্না
কারন যে শুধুই তুই,
জীবিকার তরে আবাদ তারা করে
তোর বুকে জেগে উঠা ভূই।


তুই যে আপন দু'কুলের মানুষের
সুখে দুঃখে থাকিস পাশে,
উলঙ্গ শিশুদের খেলার সাথি তুই
তাইতো এতো ভালোবাসে


৮ মে ২০১৮, ২৫ বৈশাখ ১৪২৫
২১ শাবান ১৪৩৯,  মঙ্গলবার।  
নিজ বাসভবন
E-mail:-sumonnewsbd@gmail.com  call-01712-413891