একবিংশ শতাব্দীর প্রজন্মের ভাবনা
তাতে থাকবে ঐক্য, শান্তি করি কামনা।
পিছনে ফেলিয়া যাব নব উদ্যমে
ব্যাথা, গ্লানি, দুঃখ যত, ঠায় দিব না ক্ষনে।
স্বাগতম তোমাকে হে নব শতাব্দী।
বাঙালীর অগ্র যাত্রা কর প্রসারিত
সংগ্রামী জাতী মোরা সংগ্রামেই সুখ-
শত্রু মুক্ত রাখব মোরা মোদেরি মায়ের বুক।
জানি মনে কত ব্যাথা, হারিয়ে গুনি জন
বিংশ শতাব্দী তোমাকে ভুলবনা স্মরনে রাখিব মোরা সারাক্ষন।
তুমি কাঁদিয়েছো মোদের,
দিয়েছো কত যন্ত্রনা-
কেরে নিলে কতজন রে,
যারা করেছে শান্তির কামনা
প্রজন্ম তোমাকে রাখব মনে
কোন দিনও ভুলবনা।
তাইতো বিদায় ক্ষনে মনে পরে তোরে
তোর তরে কত প্রাণ ঝরে গেল চির তরে।
বিদায়ের এই ক্ষনে, নতুন শতকে অঙ্গিকার করে এস আজ সকলে।
বাংলার পরিচিত হওক দিকে দিকে
সোনার বাংলা গড়ব মোরা-
আজ শপথ নেব সকলে।
নতুন আশার বানী বাহক তুমি হে শতাব্দী
ভুলে গিয়ে আজ সব ভেদাভেদ
শান্তি, শৃঙ্খলা মোরা আর করবনা ভেদ।
আগামী দিন গুলো যেন হয় সোনালি
বস কিছু ভুলে আজ নেব সকলি
তোমাকে বরন করব মোরা
দিয়ে করতালি,  হে শতাব্দী
শতাব্দী আজ তোমাকে।

##############


রচনা-০১/০১/২০০০
প্রকাশিত -দৈনিক পরিবেশ,
প্রকাশ তাং-০৩/০১/২০০০