জীবন চলার পথে শত শত ভুল,
পিছনেতে পরে থাকে নেই তার কুল।
ন্যায় কিবা অন্যায় ভাবে নাত সে
সুখের তরনীতে গা রই ভাসিয়েে।
ব্যথা শত বেদনারও মাঝে পরে থেকে,
সুখ আর শান্তির নির চাই বাঁধিতে।
ধর্ম কর্ম ভুলে ভবেরি মেলায়-
গা ভাসিয়ে চলে সবে ভুল পথে হায়।
রঙ্গ রসে মোরা রই ডুব দিয়ে-
ভাবি নাতো মৃত্যু যে আসছে ধেয়ে।
গোধুলী লগ্নে এসে, ফিরে পেয়ে হুস
কেঁদে কেঁদে বারে বারে হয় যে বেহুস।
সময় যে গেছে বয়ে বোঝে তখনি-
এখন তো নেই আর কিছু করনি।
তাই সবে আজ তবে বুঝে কর কাজ,
অন্যায় ছেরে পরো গায়ে সত্যের সাজ।
মিথ্যার প্রতিবাদে ব্রত হও সবে-
জান মাল দান কর সৃষ্টার কাজে।
মুক্তির তরে সবে আয় ছুটে আয়-
ধরনীর মায়া মহ ত্যাগিলে ওরে,
শান্তিতে রবি তুই গিয়ে ওপারে।
জীবন চলার পথে শত শত ভুল,
পিছনে যে পরে থাকে নেই তার কুল।
মানব জীবন তবে হয়ে যাবে বৃথা-
না মানিলে আল্লাহ আর নবীজির কথা।