ভালোবাসা যেন একটি নদী


   এস এম আলতাফ হোসাইন সুমন


ভালোবাসা যেন একটি নদী-
স্রোতের শুনিল ধারা।
ভালোবাসা যেন শিশির বিন্দু
হৃদয় নদীর তারা-
ভালোবাসা যেন সৃতির পাতার কথা।
ভালোবাসা যেন সাগরের ঢেউ-
ননতা পানি নয়নের অশ্রু ধারা
ভালোবাসা যেন আকাশের তাঁরা
রাতে জন্ম দিবসে হারা-
ভালোবাসা সেতো নয়নের অশ্রু
হৃদয়ের সব গ্লানি আর জ্বালা
ভালোবাসা  যেন ঝড়ের মতন
উরিয়ে চলে সারাক্ষন-
ভালোবাসা যেন সুখের সাধনা -
নাকি সে অনাবিল দুঃখের সুচনা।
ভালোবাসা যেন প্রদীপ শিখা
নিভে যায় অসময়।
ভালোবাসা বেচে থাকার আশা-
অনাগত দিনে সোনালী স্বপ্ন।
ভালোবাসা যেন দুটি দেহের
একাত্মতার যেন ঘোষনা
নাকি দুদেহের একি মন।
ভালোবাসা যেন কি?
ভালোবাসা সেতো হয়তো  স্রোত
সময় স্রোতের ধারা।
ভালোবাসা পেতে তবুও সকলে
ছুটে হয়ে আত্নহারা।
ভালোবাসা যেন একটি নদী
স্রোতহীন নদীর ধারা।