************************
অতিথি হয়ে এসেছি তোমাদের মাঝে,
কি যে সব লেখিতেছি আবোল তাবোল তা কি কেহ বোঝে-
দেশ ও জাতীর কল্যাণে দরকার আজ শক্ত লেখনির,
বন উপবন ভিজেছে যেমন নিশির শিশির জলে।


নতুন প্রজন্ম পেতে পারে পথ চলার দিশা,
তবেই তো লেখনির খুরধারে ঘুজবে অমানিশা।
নব চেতনায় নব জাগরণে নতুন উদ্দীপনায়,
আলোর পথের প্রেরনা যোগাতে জাগ্রত সম্ভাবনা।


হিংসা বিদ্বেষ ভূলে গিয়ে এস কাঁধে কাঁদ মিলে চলি,
যতই বিপদ আসুক না কেন সদা সত্য কথা বলি।
মিথ্যা কথা পরিহারে করি এস সমাজ সংস্কার,
তবেই তো শান্ত আসতে পারে সারা বাংলার।


কাঙ্গাল মুঠে মুজুর বলে তুমি ঘৃনা কর আজ কারে,
হিংসা গ্রানি বিভেদ ভূলে গিয়ে আপন করে নাও তারে।
এক আদমের সন্তান হয়ে ওরে কেন এত অহংকার,
আমার আমিত্ব প্রতিভা গৌরব সবি এক আল্লাহ'র।


মহিয়ান গরিয়ান তিনি সবই তো তার লিলা খেলা,
প্রভাতে দেখ উঠে রাঙ্গা রবি যে ডুবিছে সাঝের বেলা।
------------------------------------