যতোবার তোর দুঃখ দেখি মাগো
কষ্টে আমার পরাণ জ্বলে যায়।


মা তোর অঙ্গে ব্যাধি, দেহ শুধু ক্ষুৎপিপাসায়
হতাশ যুব বাঁধছে বাসা মরণ নেশায়
ওমা ফিরা তোর যুব ছেলে বাঁচার আশায়
শ্যামল আঁচল চারদিকেতে চক্ষু বুঁঝে হায়!
যতোবার তোর দুঃখ দেখি মাগো
কষ্টে আমার পরাণ জ্বলে যায়।    


মা তোর সকল ব্যাধির মুক্তি শুধু যুব হাতে
তারে প্রশিক্ষণে গড়তে হবে উচ্চ হাতে
লড়বে যুব সভ্যতা ও ন্যায়ের সাথে  
করবে খ্যাতি দেশ বিদেশে অর্জনে তোর পায়।
যতোবার তোর দুঃখ দেখি মাগো
কষ্টে আমার পরাণ জ্বলে যায়।


মা তোর যুব হাতে অস্ত্র কেন কসাইখানার
সব হাতে কাজ তুলে দে মা কর্মশালার
ও মা কর্মে যুব ঘুচাবে নাম দারিদ্র্যতার
পাহাড় হতে ঝর্ণা যেমন ঝিরঝিরে যায়।
যতোবার তোর দুঃখ দেখি মাগো
কষ্টে আমার পরাণ জ্বলে যায়।    


সুমন নূর...