এ জীবন কভু থেমে যায়
নদীর স্রোতের মতো তবু বয়ে যায়।


কখনো হারায় প্রিয় ভালোবাসা
কখনো কাঁদে বেঁচে থাকার আশা
আবারো জাগে স্বপ্ন রেখায়,
শোন, এ জীবন দিক বদলায়।


এ জীবন কভু থেমে যায়
নদীর স্রোতের মতো তবু বয়ে যায়।


নতুন জীবন পুরাতন ঢাকে
শত শত স্মৃতি রয়ে যায় বাঁকে
কভুবা জাগে সোনালী রেখায়,
শোন, এ জীবন দিক বদলায়।


এ জীবন কভু থেমে যায়
নদীর স্রোতের মতো তবু বয়ে যায়।


হতাশা আসুক বেদনার টানে
জাগবে জীবন জীবনের গানে
লক্ষ্য পানে যদি ধেয়ে যায়,
শোন, এ জীবন দিক বদলায়।


এ জীবন কভু থেমে যায়
নদীর স্রোতের মতো তবু বয়ে যায়।


সুমন নূর...