আলো দেখলেই নিজেকে গুটিয়ে নেওয়া
চোখ আর সংবেদনশীল নেই
ভবিষ্যতের সারা গায়ে কালসিটে দাগ
সঞ্চিত অন্ধকারের মালা গলায়, যেন নেকলেস
কেউ কেউ বলেন নেড়ীকুত্তার চেন


হুল্লোড়,মিছিল ভেঙে এসে
নিজের গোত্র খোঁজায় গরমিল
সভ্যতার শিং ধরে বাঁচাই নিজের অস্তিত্ব
হেমলক বৃষ্টিতে ভিজে যায় সময়
সাথে কলঙ্কের কালো ছাতা মাথায়