আমরা পায়রার মত বেঁচে আছি
প্রতিনিয়ত খুঁটে নিচ্ছি
একটার পর একটা দুঃখ দানা


ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়রা
হয়তো আবার পুষেছেন একপাল পায়রা
বড়বাবু সিংহাসনে বসে পান চেবোচ্ছেন
আর আমরা তাঁর আঙিনায় -
খুঁটে খাচ্ছি তাঁর শাসন


না, আমরা আর শান্তির প্রতীক নেই
আমাদের পালকের সাদা রং
তাঁর পানের পিকের মত লাল !