বিষ বাণিজ্যের মাঠে চরে বেড়াই
সক্কলে সেখানে জিভে শর্করা বয়ে বেড়ায়
কারুর হৃদয়ে ট্যাটুতে আঁকা কচ্ছপ
কারুর আবার ট্যাটুর টাট্টু যেন ছুটে বেড়ায়


কেউ পাড়ি দেয় গিনি উপকূলে গায়ত্রী জপতে
কেউ সিয়াচেনে সাক্ষর শেখে
এভাবেই আমরা বলতে শিখি, লিখতে শিখি
আমরা সফল হয়ে নিজের পায়ে দাঁড়াই


সেই চারণ ক্ষেত্রের পাশেই নরকঙ্কাল এর দোকান
আমরা সক্কলে সেখানে দাঁড়িয়ে লম্বা লাইনে
একটা শক্ত মেরুদন্ড কিনবো বলে